দক্ষিণ 24 পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত করঞ্জলী টেংরা খালের উপরে প্রশাসনের উদ্যোগে সুইলিস গেট তৈরীর সিদ্ধান্ত অনুযায়ী টেন্ডার হয় সরকারি সেই টেন্ডার অনুযায়ী কাজ হচ্ছিল না ফলে এলাকার মানুষ সোমবার দিন সেই কাজ বন্ধ করে দেয়। খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা গিয়ে টেন্ডারের নিয়ম মেনে কাজ শুরু করে খুশি গ্রামবাসীরা