লাভপুর: লাভপুরে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য!
রাজ্যে ফের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এবার বীরভূমের লাভপুরের চৌহাট্টা মহোদড়ি এক নম্বর গ্ৰাম পঞ্চায়েতের ধনডাঙ্গা গ্ৰামের বছর (২৬) এর ওই পরিযায়ী শ্রমিক শেখ নাসিম।পরিবার সূত্রে জানা গেছে, চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে রবিবার সকালে মৃত্যু হয়েছে তাঁর। গত ৬মাস আগে রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাইয়ে যান লাভপুরের ধনডাঙ্গা গ্ৰামের ওই পরিযায়ী শ্রমিক। সেই খবর ওই পরিবারের কানে পৌঁছতেই রীতিমতো কাঁন্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন।