হিঙ্গলগঞ্জ: কালিবাড়ি এলাকায় শুরু হলো ১০০ বছরেরও বেশি পুরনো কালীপুজো
হিঙ্গলগঞ্জের কালীবাড়ি এলাকায় শুরু হল ১০০ বছরেও বেশি পুরনো কালীপুজো। তৎকালীন সময় অবিভক্ত ভারতের এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষেরা নদী পেরিয়ে এই পুজোয় অংশগ্রহণ করত। এখন দেশ বিভক্ত হয়ে যাওয়ার পর বাংলাদেশ থেকে আর ভক্তরা এই মন্দিরে উপস্থিত হতে পারেনা। কিন্তু এখন হিমালগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এই কালীমন্দিরে এসে পূজো দেয়। আগের দিনের মতোই কালীপুজো উপলক্ষে পাঠা বলি দেওয়া হয়।