নানুর: কীর্ণাহারে যানজটে বেশ কিছুক্ষণ আটকে পড়লো বিধায়ক অভিজিৎ সিংহের কনভয়! ঘটনায় চাঞ্চল্য
Nanoor, Birbhum | Nov 22, 2025 আজ অর্থাৎ শনিবার সন্ধ্যায় কীর্ণাহার বাজার এলাকায় তীব্র যানজটের ফলে বেশ কিছুক্ষণ সেই জ্যামেই আটকে পড়ে লাভপুরে বিধায়ক তথা জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহের কনভয়।যা নিয়ে রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উল্লেখ্য, এদিন সন্ধ্যা নাগাদ ফুটিসাঁকো দিক থেকে বিধায়ক অভিজিৎ সিংহ তার কনভয় নিয়ে কীর্ণাহার হয়ে লাভপুরে দিকে যাচ্ছিলেন। সেই সময় কীর্ণাহার লক্ষীতলা সংলগ্ন স্থানে বিধায়কের কনভয় তীব্র যানজটের ফলে আটকে পড়ে।