দাসপুর ১: দাসপুরের নিমতলায় স্বেচ্ছায় রক্তদান শিবির
বাড়ছে তাপমাত্রা তাল মিলিয়ে বাড়ছে রক্তের চাহিদা। এই গ্রীষ্মে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল দাসপুর ১ নম্বর ব্লকের নিমতলায় নিমতলা নব জাগরণ সংঘ। বুধবার গ্রামে এই ক্লাবের উদ্যোগে আয়োজন করা হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। বেলা প্রায় ১১টা থেকে স্বচ্ছায় রক্তদান শিবিরের সূচনা হয়। এদিনের রক্তদানের উদ্বোধন করেছেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা।