হলদিবাড়ি: দশম শ্রেনীর এক নাবালিকাকে অপহরণ ও খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো কুচলিবাড়ি থানার পুলিশ
নাবালিকাকে অপহরণ ও খুনের চেষ্টা গ্রেফতার এক। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায়, মেখলিগঞ্জের কুচলিবাড়িতে এক নাবালিকা দশম শ্রেণির ছাত্রীকে দীর্ঘ দিন ধরে উত্তপ্ত করতো প্রশান্ত বর্মন নামে ৭০ মেখলিগঞ্জের এক যুবক। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার রাতে অপহরণ ও খুনের চেষ্টা করে। সেই ঘটনায় শুক্রবার লিখিত অভিযোগ করে পরিবারের সদস্যরা। রবিবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে সোমবার বিকেলে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলে কুচলিবাড়ি থানার পুলিশ।