তপন: তপনে মার্কসবাদী পুস্তক ও সাহিত্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন, বিকল্প সমাজ গঠনের আহ্বান নেতাদের
CPI(M) তপন এরিয়া কমিটির উদ্যোগে তপন চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত হলো মার্কসবাদী পুস্তক ও সাহিত্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন। রবিবার বিকেল চারটায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক নন্দলাল হাজরা, শিবতোষ চ্যাটার্জি, অচিন্ত্য গোস্বামী, দিলীপ বিশ্বাস, চন্দন সিং, স্বপন ঘোষ, খেয়েবর মিঞা, প্রিয়তোষ বসাক, জার্জির আলি সরকারসহ আরও অনেকে। বক্তারা বলেন, সমাজ পরিবর্তনের মূল শক্তি হলো সচেতনতা এবং সেই সচেতনতা গড়ে তোলে প্রগতিশীল সাহিত্