ডোমকল: ডোমকলে 'পাথ ফাইন্ডার'-এর শিক্ষা কর্মশালা পড়ুয়াদের লক্ষ্য নির্ধারণে দিশা দেখাল প্রশাসন ও শিক্ষাবিদরা
ডোমকলে 'পাথ ফাইন্ডার'-এর শিক্ষা কর্মশালা পড়ুয়াদের লক্ষ্য নির্ধারণে দিশা দেখাল প্রশাসন ও শিক্ষাবিদরা ডোমকল এআরডি হলে । ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষার হার কিভাবে আরো বাড়ানো যাবে। উন্নত শিক্ষা কিভাবে পাওয়া যাবে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন এসডিপিও এসডিও সহ বিভিন্ন আধিকারিকরা।