কলকাতা: কালীঘাটে মা কালী দর্শনে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
কালীঘাটে মা কালী দর্শনে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি — সঙ্গে ছিলেন বৈশাখীর মেয়ে। মঙ্গলবার বিকেলে কালীঘাটে মা কালী মন্দিরে পূজা দিতে উপস্থিত হন কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী ব্যানার্জি। তাঁদের সঙ্গে ছিলেন বৈশাখীর মেয়ে। বিকেল প্রায় চারটের সময় তাঁরা মন্দিরে পৌঁছন। এদিন মা কালীকে পুষ্পাঞ্জলি ও প্রদীপ অর্পণ করে প্রার্থনা করেন তিনজনে। মন্দির চত্বরে উপস্থিত ভক্তদের মধ্যেও তাঁদের দেখে কৌতূহল তৈরি হয়।