তমলুক: ময়নার লক্ষীর ভান্ডার বন্ধ, বিডিও অফিসের ডেপুটেনশন দিতে এসে বঞ্চিত মহিলারা আক্রান্ত হলেন পুলিশের হাতে
ময়নায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ বিডিও অফিসের ডেপুটেশন দিতে এসে লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত মহিলারা আক্রান্ত হলেন পুলিশের হাতে বাচ্চা ও গোজিনা দুটি অঞ্চলের প্রায় তিন হাজার মহিলা আজকের ডেপুটেশনের অংশগ্রহণ করেন ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে থাকে বিডি অফিসে ঢুকতে গেলে পুলিশ প্রথম বাধা দেয় সেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় |পুলিশের মারে মহিলারা আক্রান্ত হয় বলে অভিযোগ |কারো মাথায় আঘাত লাগে কারো মহিলার হাতে বাড়ি পড়ে,আক্রান্ত মহিলারাও হসপিটালে চিকিৎসা করায়