বিনপুর ২: পাটাঘরে ব্যক্তির মৃত্যুতে রটাল আস আই আর এর নাম, অসুস্থ হয়ে মৃত্যু জানান ব্যক্তির বাড়ির লোকজন
বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ী থানার অন্তর্গত পাটাঘর গ্ৰামের বাসিন্দা বয়স ৫৮ এর ডমন মাহাতর মৃত্যুতে এস আই আর আতঙ্কের নালিশ। তবে সে অভিযোগ বাড়ির লোকের নয় ,রটনা। জানা গেছে গত বৃহস্পতিবার বিনপুর ১ ব্লকের রথবেড়াতে মেয়ের বাড়িতে গিয়েছিলেন ডমন মাহাত ।রাতে সেখানেই হঠাৎ অসুস্থ হন। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই তাঁর মৃত্যু হয়। শুক্রবার সকাল থেকেই এলাকায় রটে এস আই আর আতঙ্কেই মৃত্যু হয়েছে ডমনের। ডমনের এক ছেলে ও দুই মেয়ে।