হলদিয়া: হলদিয়া থেকে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে হলদিয়া বিশ্বকর্মা পূজা উদ্বোধন এসে বললেন শুভেন্দু অধিকারী
হলদিয়া থেকে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে টাটা স্টিল নির্বাচনের হারার পর থেকে। হলদিয়া বিশ্বকর্মা পূজা উদ্বোধন হয়েছে বললেন রাজ্যের বিরোধীদলতার শুভেন্দু অধিকারী। হলদিয়া টাটা চিল কারখানা গেট হলদিয়া ডক শ্রমিক মহিদুর সংঘের পূজা উদ্বোধন করে শুভেন্দু অধিকারী সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী মঙ্গলবার রাত্রি আটটার সময়।