শালবনি: শালবনীতে বেহাল রাস্তা,রাস্তার ওপর জল, সেই জলে ফুটবল খেলছে বাচ্চা
শালবনির কাছারি রোড থেকে যুগদিয়া যাওয়ার রাস্তার ওপর জমে রয়েছে বৃষ্টির জল। কোথাও রাস্তার ওপর গর্ত, কোথাও আবার নিচু রাস্তা, অল্প বৃষ্টি হলেই রাস্তায় জমে জল। দুর্ভোগে নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ এলাকায় দেখা গেল রাস্তায় জমা সেই জলের ওপরেই ফুটবল খেলছে বাচ্চারা।