নবদ্বীপ: পারিবারিক বিবাদের জেরে দাদাকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ ফুলবাগান থেকে গ্রেপ্তার যুবক,পেশ করা হল কৃষ্ণনগর জেলা আদালতে
Nabadwip, Nadia | Oct 20, 2025 অভিযুক্তের নাম অমৃত সেন,বাড়ি দেয়ারাপাড়া ফুলবাগান এলাকায়,সূত্রের খবর গত ১৮ অক্টোবর পারিবারিক বিবাদের জেরে যুবক অমৃত সেন তার সম্পর্কিত দাদা প্রণব সেনকে বেধড়ক মারধর ও খুনের চেষ্টা করে বলে অভিযোগ,এরপর ১৯ অক্টোবর রবিবার দুপুরে ভাই অমৃত সেনের বিরুদ্ধে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত দাদা,অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ফুলবাগান থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।