কালনা ২: কালনার পারুলডাঙার কাছে রাস্তা পারাপার হতে গিয়ে টাটা সুমোর ধাক্কায় গুরুতর জখম এক বৃদ্ধ কালনা হাসপাতালে চিকিৎসাধীন
কালনার সমুদ্রগড়ের পারুলডাঙার কাছে রাস্তা পারাপার হতে গিয়ে টাটা সুমোর ধাক্কায় গুরুতর জখম এক বৃদ্ধ। তাঁকে আহত এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।