ময়ূরেশ্বর ২: দামোদর মাসে বীরনগরী তে হরিনাম সংকীর্তনের আয়োজন
দামোদর মাস উপলক্ষে আজ রাতে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত বীরনগরীতে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হলো। মূলত এদিন বীরচন্দ্রপুরের ইসকনের পক্ষ থেকে ময়ূরেশ্বরের বীরনগরীতে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হলো । আর আজকের এই অনুষ্ঠান প্রাঙ্গণে জমায়েত হয়েছিলেন বীরনগরি সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষজন। আজ রাতে সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায়।