ইলামবাজার: ইলামবাজার ব্লকের ডোমনপুর নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় ১৬ টিমের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়
ইলামবাজার ব্লকের ডোমনপুর নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় বিগত তিন দিন ধরে ১৬ টিমের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তারই আজ চূড়ান্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে বিকাল ৫টা নাগাদ।উপস্থিত ছিলেন ঘুরিসা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ইলামবাজার ব্লক ও অঞ্চলের দলীয় কর্মকর্তারা এবং ফুটবলপ্রেমী ও অগণিত সাধারণ মানুষ।