রাইপুর: “বিজেপিকে ভোট মানেই বোকামি” - বিতর্কে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায়
Raipur, Bankura | Oct 18, 2025 সারেঙ্গা ব্লকের বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে বিজেপিকে কড়া আক্রমণ শানালেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায়। তিনি বলেন, “কিছু মানুষ বোকার মতো বিজেপিকে ভোট দেন। অথচ তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের সুবিধা পান।” পাশাপাশি তিনি সতর্ক বার্তা দিয়ে জানান, যে বুথে তৃণমূল হেরেছে, সেই বুথ সভাপতিরা পদত্যাগ না করলে তাদের আর রাখা হবে না। তার দাবি, মানুষ নেতাদের নয়, ঘাসফুল আর মমতার উপর ভরসা করে ভোট দেন।