হবিবপুর: হবিবপুরে মহিলা পরিচালিত পূজো—মহা অষ্টমীতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
হবিবপুর থানা সংলগ্ন কালিতলা মাঠে মঙ্গলবার মহা অষ্টমীর পূজো অনুষ্ঠিত হলো থানাপাড়া কালিতলা মাতৃ মণ্ডলীর দুর্গোৎসব কমিটির উদ্যোগে। এবছর পূজো পদার্পণ করল দশম বর্ষে। সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পূজো ইতিমধ্যেই এলাকায় আলাদা পরিচিতি গড়ে তুলেছে,প্রায় দেড় লক্ষ টাকার বাজেটে আয়োজিত পূজো ঘিরে দিনভর ভিড় উপচে পড়ছে মণ্ডপে। প্রতিদিন ভোগ বিতরণের পাশাপাশি আয়োজিত হচ্ছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।