কলেজের ঐতিহ্য ও সুনাম যাতে বজায় থাকে সেব্যাপারে পড়ুয়াদের সজাগ থাকার পরামর্শ দেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ। তিনি শুক্রবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ কান্দরা রাধাকান্ত কুন্ডু মহাবিদ্যালয়ের নবীন বরণ ও বাৎসরিক সংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। সঙ্গে ছিলেন কেতুগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিধায়ক এদিন সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার বার্তা দেন।