ঝালদা ২: ঝালদা ২ নং ব্লকের কোটশীলাতে পালিত হল সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির ৬৭ তম প্রতিষ্ঠা দিবস
পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে আজ সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির ৬৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো ঝালদা 2 নম্বর ব্লকের কোটশিলা এলাকাতে । এই অনুষ্ঠানে সংগঠনের জেলা সম্পাদিকা ও জেলা সভানেত্রী উপস্থিত ছিলেন ।