রায়গঞ্জ: কর্ণজোড়ায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন, চালু বিশেষ ওয়েবসাইট ও হেল্পলাইন
শুক্রবার কর্ণজোড়ায় শিক্ষাপ্রতিরাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ বর্মন উন্মোচন করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে চালু হলো বিশেষ ওয়েবসাইট ও ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর। চেয়ারম্যান নাজিমুদ্দিন আলীর দাবি, এর মাধ্যমে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর মধ্যে কার্যকরী যোগাযোগ ও শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হবে।