পুঞ্চা: চন্দনপুর জঙ্গলে দুটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই
দুটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই। শনিবার আনুমানিক বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি হয় পুঞ্চা থানার অন্তর্গত ছিরুডি অঞ্চলের চন্দনপুর জঙ্গলের রাস্তায়।আহতদের বাড়ি ছিরুডি ও বরাবাজারের বেড়াদা এলাকায়।এদিন আহতদের উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।