বোলপুর-শ্রীনিকেতন: নিচু বাঁধগোড়ায় দুই শতাধিক বছরের ঐতিহ্যে অনুষ্ঠিত হচ্ছে কালীপুজো
বোলপুরের নিচু বাঁধগোড়া কালী মন্দিরের কালীপুজোর সূচনা ঠিক কবে থেকে, তার সঠিক নথি নেই। তবে আজ ২১ শে অক্টোবর আনুমানিক সকাল ১১ টা নাগাদ পুজোর এক উদ্যোক্তা সত্যবতী মাঝির মতে, এই পূজা শুরু হয়েছিল প্রায় ২০০ থেকে ২৫০ বছর আগে। দীর্ঘকাল ধরে অটুট এই ঐতিহ্যের পুজো আজও সমান ভক্তি ও উৎসাহে পালিত হচ্ছে।