ভোট কুশলী আইপ্যাক কর্ণধার প্রতীক জইনের দপ্তরে কেন্দ্রীয় এজেন্সি ইডি হানা। আজ ৮ ই জানুয়ারি আনুমানিক বিকেল ৩ টে ৩০ মিনিট নাগাদ দলীয় নির্দেশে বীরভূমের বোলপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিলে হাঁটল কেষ্ট চাদু।বীরভূমের বোলপুরের রেল ময়দান থেকে তৃণমূলের প্রতিবাদ মিছিল শুরু হয়। শান্তিনিকেতন রোড ধরে আরোগ্য নিকেতন হয়ে শ্রীনিকেতন রোড, মিছিল শেষ হয় বোলপুর চৌরাস্তায়। তৃণমূলের প্রতিবাদ মিছিলে পা মেলান বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল, বোলপু