চোপড়া: চোপড়ার ভোজপুরানিগছ এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
চোপড়ার ভোজপুরানিগছ এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, মৃতের নাম নরেন বর্মন বয়স আনুমানিক ৫০ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির ঘর থেকে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।