খোয়াই: চরগনকি এলাকায় বিশালাকার বিষধর সাপ উদ্ধার
Khowai, Khowai | Sep 14, 2025 চরগনকি এলাকায় বিশালাকার বিষধর সাপ উদ্ধার এদিন বিকাল চারটা নাগাদ এই বিষধর সাপটি উদ্ধার হয় একটি কৃষি জমি থেকে। উল্লেখ থাকে, হঠাৎ এই সাপটি নজরে আসে এলাকাবাসীদের। পরবর্তীতে খবর দেওয়া হয় এক পরিবেশবিদকে। তৎক্ষণা ছুটে আসেন উনি। পরবর্তীতে এই সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয় ওই পরিবেশবিদ।