ওন্দা: প্রধানমন্ত্রী ৭৫তম জন্মদিবস উপলক্ষে রামসাগর এলাকায় বৃদ্ধবাসের মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বিজেপি বিধায়ক
Onda, Bankura | Sep 17, 2025 প্রধানমন্ত্রী মোদিজীর ৭৫ তম জন্মদিবস উপলক্ষে রামসাগর এলাকার একটি বৃদ্ধাবাসে বয়স্ক মানুষের হাতে হ নতুন বস্ত্র এবং পায়েস, মিষ্টি মুখ করিয়ে এই দিনটিকে উৎযাপন করলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।