ভাতার: ভাতারের এরুয়ার হাইস্কুলে ৩ দিনব্যাপী ন্যাশনাল দাবা প্রতিযোগিতার শুভ সূচনা হলো, আনুষ্ঠানিক সূচনা করলেন জেলা পুলিশ সুপার
ভাতারের এরুয়ার হাইস্কুলে তিন দিনব্যাপী ন্যাশনাল দাবা প্রতিযোগিতার শুভ সূচনা হলো আজ ।যার আনুষ্ঠানিক সূচনা করলেন জেলা পুলিশ সুপার। প্রথম দিনের খেলা শেষ হলো শুক্রবার পাঁচটার সময়। ভাতারের এরুয়ার উদয়াচল ক্লাবের উদ্যোগে ন্যাশনাল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এরুয়ার হাই স্কুলে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 208 টি দল অংশগ্রহণ করেছে এই খেলায়। আজকের এই খেলার আনুষ্ঠানিক সূচনা করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার শায়ক দাস।