গাজোল: শক্তি সংঘ ক্লাবের সর্বজনীন শ্রী শ্রী শ্যামা কালীপুজো অনুষ্ঠিত হয়ে গেলো ২৯ তম বর্ষ গাজোল রামকৃষ্ণ পল্লী গ্রাম এলাকায়
Gazole, Maldah | Oct 21, 2025 শক্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে গাজলের রামকৃষ্ণ পল্লী এলাকায় সর্বজনীন শ্রী শ্রী শ্যামা কালীপুজো অনুষ্ঠিত হয়ে গেলো গত সোমবার মধ্য রাত্রিতে। এদিন মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ শক্তি সঙ্গে ক্লাবের কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে তাদের শক্তি সংঘ ক্লাবের সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী পুজো এবছর ২৯ তম বর্ষ অনুষ্ঠিত হয়। তাদের শক্তি সংঘের এ বছরের সাবিকি প্রতিমা রয়েছে এছাড়া প্যান্ডেলের থিম রয়েছে মাটির ভার বা সরার মধ্য দিয়ে নানান রূপে মহাদেব।তাদের সার্বজনীন শ্রী শ্রী শ্