খানাকুল ১: আরামবাগ বাস স্ট্যান্ডে অসামাজিক কাজের অভিযোগ;বাস যাত্রী ও বাসের কর্মীদের সচেতন করতে বাস অ্যাসোসিয়েশনের পোস্টার
আরামবাগ বাস স্ট্যান্ডে অসামাজিক কাজের অভিযোগ;বাস যাত্রী ও বাসের কর্মীদের সচেতন করতে বাস অ্যাসোসিয়েশনের পোস্টার।বাস যাত্রী থেকে শুরু বাসের কর্মীদের হুমকি বা কোন মহিলার সাথে খারাপ আচরণ করলে পোস্টারে দেওয়ার নাম্বারে যোগাযোগের নির্দেশ দেন তারা।বাস কর্মীদের দাবি,প্রত্যেক দিনই বাসস্ট্যান্ডে ছিনতাই ও পকেটমারের অভিযোগ ওঠে।এতে বাসের যাত্রীরা বাসের কর্মীদেরই দোষারোপ করেন।এতে করে কিছুটা হলো সমস্যার সমাধান হবে।বাস স্ট্যান্ডে এর রকম কিছু হতে পারেনা বলে দাবি পুরসভার।