ইলামবাজার: বাংলাদেশে ফিরে যেতে হবে!, SIR আবহে আতঙ্কে আত্মহত্যা বীরভূমের প্রৌঢ়ের
পশ্চিম মেদিনীপুরের কোতালি থানার কোরা পাড়া গ্রামের বাসিন্দা ক্ষিতিস মজুমদার বয়স ৯৫ বছর। প্রায় পাঁচ-ছয় মাস আগে মেয়ের বাড়িতে এসেছিলেন ইলামবাজারের স্কুলবাগান সুভাষপল্লীতে। দীর্ঘদিন ধরেই তিনি মেয়ের কাছেই থাকছিলেন। কিন্তু গতকাল রাত্রে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা নিজ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। আজ ৩০ শে অক্টোবর আনুমানিক সকাল ১১ টা নাগাদ পরিবারের অভিযোগ, “SIR আতঙ্ক”ই কেড়ে নিল তাঁর প্রাণ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি তিনি বারবার বলতেন, ২০০