সীতাই: বিশ্ব তামাক বর্জন দিবসে সিতাইয়ের বিভিন্ন স্কুলসংলগ্ন দোকানে পুলিশের অভিযান, তামাকজাত দ্রব্য বাজেয়াপ্ত
বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষে সিতাইয়ে স্কুলসংলগ্ন দোকানগুলিতে তামাকজাত পণ্য বিক্রি বন্ধে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। শনিবার দুপুর দুটো নাগাদ সিতাই থানার পক্ষ থেকে এ অভিযানের তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সিতাইয়ের বিভিন্ন এলাকার স্কুলের আশেপাশের দোকানগুলিতে তদন্ত চালিয়ে তামাকজাত দ্রব্য বাজেয়াপ্ত করা হয়।