মেখলিগঞ্জ: চ্যাংড়াবান্ধা এশিয়ান হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো প্রেমীক যুগলের, শোকের ছায়া এলাকায়
চ্যাংড়াবান্ধা বিডিও অফিস সংলগ্ন এশিয়ান হাইওয়ে সড়ক মর্মান্তিক দুর্ঘটনা। চ্যাংড়াবান্ধা বিডিও সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ের আইটিআই কলেজের সামনেই পথ দুর্ঘটনায় চলে গেল দুটি প্রাণ। ঘটনাটি ঘটে বুধবার আনুমানিক রাত সাড়ে বারোটার সময় দ্রুত গতিতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায় ,বাইক চালক এবং আরোহী—উভয় তরুণ-তরুণীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃত তরুণের নাম বিট্টু গুপ্তা, তিনি চ্যাংড়াবান্ধার বাসিন্দা।