নানুর: লক্ষ্মী পুজো উপলক্ষে কীর্ণাহার লক্ষীতলার মঞ্চে একদিনে আয়োজিত দু'দুটি নাটক; নজর কাড়লো এলাকাবাসীর কাছে
সোমবার কীর্ণাহারের ঐহিত্যবাহী লক্ষ্মী পুজো কে কেন্দ্র করে ঢল নেমেছিল লক্ষীমাতা মন্দির চত্বরে। ওই পুজো কেন্দ্র করে ৮দিন ব্যাপি বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই মতো ওই অনুষ্ঠানের আজ অর্থাৎ বুধবার দ্বিতীয় দিনে সংশ্লিষ্ট এলাকার মঞ্চে মঞ্চস্থ হলো দু'দুটি নাটক।এদিন সন্ধ্যা নাগাদ প্রথম নাটক হয় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে কাবুলিওয়ালা ও রাত্রি নাগাদ দ্বিতীয় নাটক টি মনোজ মিত্রের কাহিনী অবলম্বনে বাঞ্ছারামের বাগান নাটক।