বিনপুর ২: ১৮১ জন প্রতিবন্ধী ব্যক্তিদের ডিভাইস বিতরণ কর্মসূচী হল বেলপাহাড়ীতে, উপস্থিত BDO
১৮১ জন প্রতিবন্ধী ব্যক্তিদের ডিভাইস বিতরণ কর্মসূচী হল বেলপাহাড়ীতে। শনিবার বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ীতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের অফিসে ভারত সরকারের ADIP প্রকল্পের অধীনে ALIMCO স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই কর্মসূচি। উপস্থিত ছিলেন বিনপুর 2 ব্লকের বিডিও সুমন ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার,পারগানা বাবারা।