রানাঘাট ১: বৃদ্ধা খুন কামগাছীতে, 7 দিনের ব্যবধানে 2 টি খুনের ঘটনা, পথ অবরোধ করে তাহেরপুর পুলিশ এর বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের
আবার খুন তাহেরপুরে। এবার তাহেরপুর থানার কামগাছীতে নিজের বাড়িতে দুষ্কৃতী হামলায় খুন বৃদ্ধা। 7 দিনের ব্যবধানে পরপর 2 টি খুনের ঘটনায় পুলিসের ব্যর্থতার অভিযোগ তুলে ও দোষীদের গ্রেফতারের দাবিতে রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ এলাকাবাসীর। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে তাহেরপুর থানার কামগাছি এলাকার বাসিন্দা এক বৃদ্ধাকে তারই বাড়ির ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা। পরে তাকে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।