মুরারই ২: আমডোল গ্রামে মা লক্ষ্মী ঠাকুর শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন করা হল আমডোল গ্রামের পুকুরে
আজ ১১ই অক্টোবর শনিবার আনুমানিক দুপুরের দিক থেকে আনুমানিক সন্ধ্যের দিক পর্যন্ত। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত আমডোল অঞ্চলের।আমডোল গ্রামে মা লক্ষ্মী ঠাকুর শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন করা হয়েছে। আমডোল গ্রামের পুকুরে। আমডোল গ্রামে মা লক্ষ্মী ঠাকুর নিরঞ্জনে অংশগ্রহণ করেছিলেন আমডোল গ্রামবাসীরা।পাইকর থানার পুলিশের পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তা মধ্যে মুড়ে ফেলা হয়েছিল অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য।সেই চিত্র উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।