দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত বেলপুকুর অঞ্চলে রাঙা ফলা অগ্রণী ইয়ংস্টাপ এর পক্ষ থেকে 16 দলের ধাপাশি ফল প্রতিযোগিতা শুভ সূচনা হয় রবিবার দিন। শুভ সূচনা করলেন বিধায়ক জাগরঞ্জন হালদার। দীর্ঘ কয়েক বছর ধরে এভাবে ধাপাশি প্রতিযোগিতা করে আসছেন উদ্যোক্তারা। স্থানীয় মানুষরা খেলা দেখতে ভিডিও নিয়েছিল মাঠে।