রামনগর ১: হুগলির তরুণীকে ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মূল পান্ডাকে মন্দারমনির একটি রিসর্ট থেকে গ্রেপ্তার করল পুলিশ
মন্দারমনির কোস্টাল থানার পুলিশ ও হুগলি জেলার গ্রামীণ পুলিশের সাইবার সেল এর উদ্যোগে 44 লক্ষ টাকা প্রতারণার মূল পান্ডা জামির আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ |জামির ম্যাট্রিমনি সাইটে প্রতিষ্ঠিত ও ব্যবসায়ীর পরিচয় দিয়ে হুগলির এক তরুণীর সঙ্গে আলাপ জমায় এবং বৈবাহিক সম্পর্ক সুদৃঢ় করে, তরুণীর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলে, জামির পরে ব্যবসার সমস্যার কারণ দেখিয়ে অনলাইন সাইটে ৪৪ লক্ষ টাকা প্রতারণা করে মান্দারমনিরিসোটে আত্মগোপন করে.