বাঁকুড়ার ইন্দপুর ব্লকের হিতাশি গ্রামে হঠাৎ ধানের পালুইয়ে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মাঝের একটি ফাঁকা জায়গায় কাটা ধান পালুই করে রাখা ছিল। শনিবার বিকেলে সেখানেই আচমকা আগুন দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খাতড়া দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌছে কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ১৫ কাহন ধান পুড়ে নষ্ট হয়েছে।