নবদ্বীপ: পৌরভবনে ওয়ান উইন্ডোর মাধ্যমে শুরু হচ্ছে রাস প্রতিমার অনুমতি প্রদান শিবির,মনিপুর সহ শহরজুড়ে প্রচার কৃষ্ণনগর পুলিশ জেলার
Nabadwip, Nadia | Oct 23, 2025 আসন্ন নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসবে রাস পুজো কমিটির জন্য শুক্রবার থেকে পৌর ভবনে শুরু হতে চলেছে ওয়ান উইন্ডো বা এক জানালার মাধ্যমে অনুমতি প্রদান শিবির,শুক্রবার সকাল ১১টা থেকে তিন দিন অর্থাৎ ২৪,২৮ ও ২৯ অক্টোবর পৌর ভবনে রাস পুজোর জন্য অনুমতির আবেদন করা যাবে,এই তিনদিন ব্যতীত অন্য কোনও দিন আবেদন গ্রাহ্য হবে না,পাশাপাশি যেসব ক্লাব বা বারোয়ারি পরিচালিত রাস প্রতিমা ২০২৪ সালে প্রশাসনের অনুমতি পেয়েছিল তারাই আবেদন করতে পারবেন।