ক্যানিং ১: প্রয়াত হলেন আই সি ক্যানিং সৌগত ঘোষ, কোন্নগরের শ্মশানে হল শেষকৃত্য
কর্কট রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আই সি ক্যানিং সৌগত ঘোষের(৫২)। শনিবার কোন্নগরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিগত প্রায় বছর খানেক ধরে অসুস্থ ছিলেন। গত ফেব্রুয়ারি মাসে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। নানা পরীক্ষা নিরীক্ষায় জানা যায় তাঁর পাকস্থলীতে বাসা বেঁধেছে ক্যান্সার। মুম্বইয়ে গিয়েছিলেন চিকিৎসা করাতে। কেমো থেরাপিও চলছিল। কিন্তু গত দুমাস ধরে শরীর ক্রমাগত খারাপ হতে শুরু করে। ক্যান্সারের জীবাণুও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল। এদিন কোন্নগরের শিবতল