তুফানগঞ্জ ১: ঘোগারকুটি নতুন বাজার এলাকায় নিজের গলায় ফল কাটার চাকু চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য এলাকায়
ঘটনাটি শনিবার বিকেলে চিলাখানা দুই গ্রাম পঞ্চায়েতের ঘোগার কুটি নতুন বাজার এলাকার ঘটনা। পরিবারের তরফ থেকে জানা গেছে গুরুতর জখম যুবকের নাম রাকেশ পাঠক। অত্যাধিক নেশা করার কারণে তাকে নেশা ছাড়ানোর ওষুধ খাওয়ানো হচ্ছিল। এতে তার মাথা কাজ করছিল না বলেও জানা গেছে। এদিন ছোট্ট একটি চিরকুট লিখে পকেটে রেখে আত্মহত্যা করতে চেষ্টা করে। পরিবারের লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে আনে কিন্তু অবস্থা গুরুতর থাকায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক।