বালুরঘাট: প্রতিমা নিরঞ্জনকে সামনে রেখে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাট সদরঘাটে সিসিটিভির মাধ্যম্র নজরদারি চালাচ্ছে পুলিশ
দুর্গা মায়ের বিদায় বেলায় বালুরঘাটে আত্রেয়ী নদীর সদরঘাটে ভাষা নিয়ে আসা বিভিন্ন দুর্গাপূজা কমিটিগুলির সাথে সাথে দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হলো। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ আত্রাই নদীর সদরঘাটে গিয়ে আমরা দেখতে পেলাম এই এলাকার নিরাপত্তার সুনিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা।