হলদিবাড়ি: নবমীর রাতে উপচে পড়া ভীড় হলদিবাড়ি শহরে, ভীড় সামাল দিচ্ছেন হলদিবাড়ি থানার পুলিশ
নবমীর রাতে উপচে পরলো দর্শনার্থীদের ভির। বুধবার সকালে ভারি মাত্রায় বৃষ্টিপাতের কারণে, নবমীতে দর্শনার্থীদের আসা নিয়ে সংশয়ে ছিলো হলদিবাড়ি শহরের বিভিন্ন পুজোর আয়োজক কমেটির সদস্যরা। বিকেল থেকেও আকাশে বৃষ্টির সম্ভাবনা লক্ষ করা গেছে। তবে সমস্থ টানাপোড়েন কাটিয়ে রাত শুরু হতেই বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভীর জমাতে শুরু করেন। সেই ভির সামল দিতে একপ্রকার হিমশিম খেতে হচ্ছে হলদিবাড়ি থানার পুলিশকে।