মঙ্গলকোট: SIR ইস্যু নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যোগ দিলেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী
SIR ইস্যু নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সোমবার সেই বৈঠকে যোগ দিলেন জেলা তৃণমূলের চেয়ারপারসন তথা মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী। এদিন আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সেই দৃশ্য দেখা যায়। বিধায়ক মঙ্গলকোটের কৈচরে নিজের অফিস থেকে এই বৈঠকে অংশ নেন। সঙ্গে ছিলেন মঙ্গলকোট ব্লক ও অঞ্চল তৃণমূলের নেতৃত্ববৃন্দ। মূলত SIR নিয়ে এই গুরুত্বপূর্ণ ভার্চুয়ালি বৈঠকের আয়োজন করা হয়।