সোমবার বিকেল ৩: ৩০মিঃ গলসির পুরসায় মহা সমারোহে পর্দা উঠল এমএলএ কাপ ২০২৫। পুরসা গ্রাম কমিটির উদ্যোগে আটটি দল নিয়ে শুরু হল এই ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল অতিথি বরণ, নৃত্য পরিবেশন, মাঠে ট্রফি প্রদর্শনসহ এলাকার হাজি ও প্রাক্তন খেলোয়াড়দের সংবর্ধনা।অনুষ্ঠানে প্রথমে জাতীয় পতাকা ও তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করা হয়। এরপর স্বর্গীয় খেলোয়াড়দের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।