বাসন্তী: বাসন্তীর বনদেবী পুর সাধনার সংঘের কালি পুজো উপলক্ষে রক্তদান অনুষ্ঠান আয়োজিত হল উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ আধিকারিক।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী ব্লকে বাসন্তীর বনদেবী পুর সাধনার সংঘের কালি পুজো উপলক্ষে আয়জন করা হয় বুধবার সকাল ১০ টা নাগাদ রক্তদান শিবির এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ আধিকারিক বাপ্পাদিত্য নস্কর সহ চুনাখালি অঞ্চলের প্রধান দীপালী বৈরাগী,শিক্ষক নিমাই মালি,উপপ্রধান নরেশচন্দ্র নস্কর।