কোচবিহার ১: দলের রদবদল করেও উত্তর বিধানসভায় লাভ হবে না দুর্নীতিগ্রস্ত তৃণমূলের, কোচবিহারে কটাক্ষ বিজেপি জেলা সহ-সভাপতির
দলের রদবদল করেও উত্তর বিধানসভায় লাভ হবে না তৃণমূলের, কোচবিহারে বললেন বিজেপি জেলা সহ-সভাপতি। উল্লেখ্য শনিবার তৃণমূল কংগ্রেসের কোচবিহার 2 নং ব্লক সভাপতি সজল সরকারকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করে নেতৃত্বরা। পাশাপাশি নবনিযুক্ত ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব পান শুভঙ্কর দে। এ প্রসঙ্গে বিজেপি জেলা সহ-সভাপতি উজ্জ্বল কান্তি বসাক বলেন, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে যথেষ্ট শক্তিশালী বিজেপি। দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে কেউ চায়না। এদিন তিনি আরো কি কি